স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অপরাধে আব্দুস সোবহান নামের এক বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্ত আব্দুস সোবহান (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার নূর ইসলামের ছেলে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে শহরের শেখপাড়ায় একটি গলিতে স্কুলছাত্রীকে (১৬) একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে সোবহান। এ সময় ওই স্কুলচাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় সোবহানকে। এর পরপরই ওই স্কুলছাত্রীর সহায়তায় পাশের একটি মার্কেট থেকে অভিযুক্ত সোবহানকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত আব্দুস সোবহানকে ৬ মাসের কারাদ- দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সোবহান শ্লীলতাহানি চেষ্টার কথা স্বীকার করে। পরে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দ-বিধির ৫০৯ ধারায় সোবহানকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।