স্টাফ রিপোর্টার: ‘এসো মিলি প্রাণের ক্যাম্পাসের টানে’ সেøাগানে চুয়াডাঙ্গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কলেজে ফিরে আলোচনাসভায় মিলিত হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হল রুমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে পরিচিতি পর্ব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্বে ইবি’র চুয়াডাঙ্গাস্থ প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বর্তমান অবস্থান তুলে ধরেন। এসময় বর্তমান শিক্ষার্থীদের ‘আমরা ইবিয়ান’ সেøাগানে মুখরিত ছিলো হলরুম।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহাসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন ইবি’র প্রাক্তন শিক্ষার্থী চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগের প্রফেসর ড. মনজুর হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক দিপু, কৃষি ব্যাংক চুয়াডাঙ্গার ডিজিএম গোলাম মাহবুব, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, অ্যাড. নাজমুল হাসান লাভলু, অ্যাড. আফজালুল হক, ডাক বিভাগের এসপিও গোলাম সামস আবির, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল ওয়াদুদ, সহকারী অধ্যাপক মনির হোসেন, ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিজুল ইসলাম লিটন, সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের প্রভাষক হারুন অর রশিদ লিমন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, মোল্লা ফারুক ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, চুয়াডাঙ্গা পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান চুয়াডাঙ্গার প্রায় আড়াইশ শিক্ষার্থী। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।