স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী ও তার রোগমুক্তিসহ চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখতে বেগম খালেদা জিয়ার সংগ্রাম আজোবধি অব্যাহত রয়েছে। আমরা প্রিয়নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুর্নরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। তারা বলেন, দেশের মানুষ এখন অসহায়; তারা ঠিকমতো খেতে পরতে পারছেন না, তাই আ.লীগ সরকারকে হটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফেরনোর সুযোগ তৈরি করতে হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রজব আলী মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য নুর নবী সামদানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক। সদর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হবি, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন শেখ টিটন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার হিমু জোয়ার্দ্দার, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিখন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, যুগ্মসাধারণ সম্পাদক লাড্ডু, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ইকরামুল হক, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মাহফুজুল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইচ মোস্তফা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম-আহবায়ক কাজল, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাবুব, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসমত আলী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদস্য শাহারুখ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হাসান। মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরু কোরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য মোকাররম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, সমন্বয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ঈদ্রিস আলি, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, হাউলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মহিউদ্দিন। এসময় অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, সাংগঠনিক সম্পাদক টুটুল, নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উচমান গণি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন। দামুড়হুদা উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আবুল হাশেম, মন্টু, সামসুল, শামসুজ্জোহা পলাশ, সেলিম, আরিফুল ইসলাম আরিফ, মাহফুজুর রহমান জনি, রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক তোতাম আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্য সচিব সুলতান জসিম প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মো. সামিউল্লাহ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেপুরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্ব মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।