মেহেরপুর অফিস: নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীসহ চার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার। তিনটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোমিনুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অফিস। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ১২ এর স্পষ্ট লঙ্ঘন করার অভিযোগ এনে তিনটি ক্যাম্প বাদে বাকি ক্যাম্প বা অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া কেন তার বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘনের জন্য ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালা-২০১৬ এর ৩১ বিধি অনুসারে শাস্তি প্রয়োগ করা হবে না? এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
এদিকে, বারাদি ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাধারণ সদস্য ৩ জন প্রার্থীদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার। তারা হলেন ৪নং ওয়ার্ডের মোমিনপুর ও বারাদি ভোটার এলাকায় তালা প্রতীকের প্রার্থী স্বাধীন শেখ, মোরগ প্রতীকের প্রার্থী মোর্শেদ কুলি মেগা ও ফুটবল প্রতীকের প্রার্থী রিপন আলী।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি মালা ২০১৬ এর বিধি ২১ অনুসরণ না করে একটির পরিবর্তে একাধিক শব্দযন্ত্র মাইক ব্যবহার করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিটার্নিং অফিসারের নিকট সন্তোষজনক জবাব দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীদের নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে শাস্তি প্রয়োগ করা হবে জানিয়েছেন বারাদি ও পিরোজপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার মেহেদী হাসান।