আলমডাঙ্গা খাদিমপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের দক্ষিণপাড়ার হাফিজ ম-লের আখড়ার পাশ থেকে উদ্ধার করে পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশ। এদিকে ওই মোটরসাইকেলটি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল ও নবনির্বাচিত চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের সেলফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আছের আলী দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, বুধবার সকালে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি উদ্ধার করি। যার নম্বর (ঝিনাইদহ-ল-১১-০৯-৩১)। তিনি আরও বলেন, রাত ১টা পর্যন্ত মোটরসাইকেলটি নিতে কেউ আসেনি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কেউ মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র নিয়ে আসলে যাচাই বাছাই শেষে মোটরসাইকেলটি ফেরত দেয়া হবে।

Comments (0)
Add Comment