আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় পোল ভেঙে পাখিভ্যানের ওপর পড়ে আহত হয়েছেন ৩ যাত্রী।
জানা যায়, গতকাল বিকেলে ভূট্টাভর্তি একটি ট্রাক (মানিক ব্রাদার্সের ৫ নং ট্রাক/ চুয়াডাঙ্গা ট-১১-০৭৩৫) চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। আলমডাঙ্গার নওদাপাড়া পৌঁছুলে দ্রুতগামী ট্রাক সড়কের পাশের বৈদ্যুতিক পোলে প্রচ- ধাক্কা দেয়। ধাক্কায় পোলটি ভেঙে পড়ে সড়কে চলন্ত একটি পাখিভ্যানের ওপর। এতে পাখিভ্যানের ৩ যাত্রী আহত হন। আহতরা হলেন আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার মৃত আজিজ বক্সের ছেলে আরশেদ আলী, জগন্নাথপুরের শহিদুল ইসলামের ছেলে ভ্যানচালক মতিয়ার রহমান ও কামাল্পুরের দাউদ আলীর স্ত্রী ভানুরা খাতুন। আহতরা আলমডাঙ্গার স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।