আলমডাঙ্গা ব্যুরো: উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। শ্রমিক ইউনিয়ন স্থাপিতের পর এই প্রথম ব্যালট পেপারের মাধ্যমে তাদের পছন্দমত প্রার্থীকে ভোটপ্রদান করেন ভোটাররা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের কাঙ্খিত ভোট দিতে পেরে খুশি সকল ভোটাররা। বিকেল সাড়ে ৫টায় রিটানিং অফিসার ও আলমডাঙ্গা পৌরসভার রোডলাইট সুপারভাইজার রোকনুজ্জামান খাঁন ভোট গনণা শেষে তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। ত্রি-বার্ষিক এ নির্বাচনে বেসরকারিভাবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন। তিনি চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইখলাস উদ্দিন হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভির আহম্মেদ তারিফ পেয়েছেন মোরগ প্রতীক নিয়ে ৫৫ ভোট। এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম। হরিণ প্রতীকে তিনি ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হক রাজন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ ভোট। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলম হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মিনহাজ উদ্দিন। প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বকুল উদ্দিন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে ঠান্ডু রহমান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন ডালিম হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার আমিরুল ইসলাম এবং সাইফুর রহমান পিনু দায়িত্ব পালন করেন। সভাপতি-সম্পাদক নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন ও ভোটারদের ধন্যবাদ জানান।