আলমডাঙ্গায় বাড়ি ভাংচুর ও দখল চেষ্টার বিচার চেয়ে চা দোকানদারের সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ৪৫ বছর ধরে বসত করা বাড়ি ভেঙে দখলের চেষ্টার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে চা দোকানদার নাজির শেখ। লিখিত বক্তব্যে কোর্টপাড়ার মৃত ভিকু শেখের ছেলে চায়ের দোকানদার নাজির শেখ জানান, আমরা কোর্টপাড়ায় বাড়ি করে ৪৫ বছর ধরে বসবাস করে আসছি। গত কয়েকবছর ধরে আমাদের বসতবাড়ি একই পাড়ার আব্দুল বারী জবরদখল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছেন। চিহ্নিত লোক ভাড়া করে এনে আমাকে হুমকি-ধামকি ও উচ্ছেদ করার চেষ্টা করছে। গত ২১ এপ্রিল বেশ কিছু লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি ঘর ভাংচুর করে। এসময় বাড়ির মহিলাদের মারপিট ও গালিগালাজ করতে থাকে। ওই সময় আমার মা আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে হারদি হাসপাতালে ভর্তি করা হয়। কোন উপায় না পেয়ে আমি ভাঙচুর বন্ধ ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ পুলিশের জরুরি সেবা-৯৯৯ ফোন করি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাড়িঘর ভাংচুর বন্ধ করে। পুলিশ চলে আসার পর তারা আবারও আমাদের হুমকি ধামকি দিতে থাকে। আমি এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
সংবাদ সম্মেলনে নাজির শেখ আরো বলেন, আব্দুল বারীর হুমকিতে আমি এবং পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন সময় আমাদের বাড়ি আব্দুল বারী জোরপূর্বক দখল করে নিতে পারে। তিনি আরও বলেন, আমার জমিতে কোন ধরণের ত্রুটি থাকলে সেটি আদালত বিচার করবে। আদালতের মাধ্যমে সুরাহ হবে। কিন্তু তারা কেনো আমার জমিতে থাকা বাড়ি ঘর ভাঙচুর করে জবরদখল করতে চাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আমার এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও বাড়ি থেকে উচ্ছেদ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জোর আবেদন জানাচ্ছি।