আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালের দু পাশের গাছ কেটে বিক্রির অভিযোগে পুলিশ কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুরের বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে জামজামি ফাঁড়ি পুলিশ। এ সময় কেটে নেয়া কিছু গাছও উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালের হাউসপুর আটকপাট থেকে জামজামি পর্যন্ত খালের দুপাশে হাজার হাজার ইপিল ইপিল, বাবলা ও মেহগনি গাছ রয়েছে। এ সকল গাছের বয়স কমবেশি ১৫ বছর। সম্প্রতি এ প্রধান ইরিগেশন খালের দু পাশের গাছ অসাধুচক্র অবৈধভাবে কেটে সাবাড় করছে। অভিযোগ উঠেছে ইতোমধ্যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের চিহ্নিত এক কর্মকর্তাকে ম্যানেজ করেই বিপুল অংকের টাকার গাছ লোপাট করছে ওই চক্রটি। লোপাট করা গাছ বিক্রির টাকা কয়েকটি ভাগে ভাগ হওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হলে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। গত মঙ্গলবার প্রধান ইরিগেশন খালের যমুনা মাঠের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জামজামি ফাঁড়ি পুলিশ গাছসহ বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। বিল্লাল হোসেন কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামী দুর্গাপুরের মৃত মনসুর দায়ের ছেলে।
আলমডাঙ্গা পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজিম উদ্দীন পরে বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় গাছ কেটে নেয়ার লিখিত অভিযোগ করেন।