আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জমিজমা নিয়ে দু’পক্ষের মারামারিতে ধারালো হাসুয়ার কোপে আঙ্গুল হারালো শিশু সৌরভ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মারামারির সময় বিরোধীপক্ষের হাসুয়ার কোপে সৌরভের আঙ্গুল কেটে পড়ে যায়। শিশু সৌরভ (১১) উপজেলার গোপালদিয়াড় গ্রামের সোহেল রানার ছেলে। সৌরভ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৭ ফেব্রুয়ারি রাতে এ বিষয়ে আলমডাঙ্গা থানায় সৌরভের পিতা সোহেল রানা ছেলে কাটা আঙ্গুল নিয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
সোহেল রানা জানায়, উপজেলার গোপালদিয়াড় গ্রামের সোহেল রানার সাথে একই গ্রামের শাকের আলীর ছেলে জহুরুল ইসলাম, মৃত আখের আলীর ছেলে হাসেম আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ইতঃপূর্বে তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলও খাটিয়েছে। দখল করে রাখা তার পৈত্রিক জমি ছেড়ে দিতে বলায় তারা আমার পিতাকে গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালি দিতে নিষেধ করলে তারা আমাকে মারধর করতে থাকে। এসময় সৌরভ আমাকে বাঁচাতে আসলে ধারালো হাসুয়ার কোপে তার ডান হাতের তর্জনী আঙ্গুল কেটে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে ভর্তি করা হয়। দুপক্ষের মারামারিতে অপর পক্ষে একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, গোপালদিয়াড় গ্রামের সোহেল রানা লিখিত অভিযোগ করেছেন যে, তার ছেলের আঙুল প্রতিবেশীর ধারালো হাসুয়ার কোপে কেটে পড়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।