আলমডাঙ্গায় অজ্ঞান অবস্থায় গরু ব্যবসায়ীকে উদ্ধার

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মহাসিন আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গরু কেনার জন্য বাড়ি থেকে বাসযোগে আলমডাঙ্গা পশুহাটে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। গতকাল বুধবার দুপুর দেড়টার সময় হাটবোয়ালিয়া থেকে আলমডাঙ্গা যাওয়ার সময় বাসের মধ্যে এ ঘটনা ঘটে। পরে বাস আলমডাঙ্গা পৌঁছানোর পর বাসযাত্রীরা সবাই নেমে গেলেও মহাসিন আলীকে অচেতন অবস্থায় বাসের সুপারভাইজার দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আলমডাঙ্গা ইউনাইটেড ক্লিনিকে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তার কাছে ৫০ হাজার টাকা ছিলো। সবগুলো টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে। মহাসিন আলীর অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। মহাসিন আলী আলমডাঙ্গা উপজেলা খোরদ গ্রামের মাহাতাব আলীর ছেলে বলে জানা যায়।

 

Comments (0)
Add Comment