আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গাউসুল কাউনাইন সুষম (৩৮) নামে এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৬ মে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হারদী এমএস জোহা কলেজমাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাউসুল কাউনাইন সুষম (৩৮) আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার মৃত হিলু কাউনাইনের ছেলে। এলাকাসূত্রে জানা যায়, দুপুরে হারদী এমএস জোহা কলেজ মাঠে কিছু যুবক মাদক সেবন করছে। এ সংবাদ পেয়ে ওসমানপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মাদকসেবনের সময় সরঞ্জামসহ আটক করা হয় গাউসুল কাউনাইন সুষমকে। পরে ভ্রাম্যমাণ আদালতে গাউসুল কাউনাইন সুষমকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।