আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পল্লি রায়সা-বোয়ালিয়া বিলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ বাধ ও কোমর উচ্ছেদ করেছে। গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে বিল থেকে স্থায়ী ও অস্থায়ী মাটির বাঁধ ধ্বংস এবং চায়না দুয়াড়ি বিনষ্ট করা হয়।
জানা যায়, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের বোয়ালিয়া বিলে বেশ কয়েক বছর ধরে স্থানীয় জাহাঙ্গীর প্রামানিক নামের এক ব্যক্তি বিল দখল করে অবৈধ মাটির বাধ দিয়ে মাছ শিকার করে আসছিল। সে বিলে স্থায়ী ও অস্থায়ী মাটির বাধ দিয়ে দেশিয় প্রজাতির মাছ শিকার করে। এছাড়াও এলাকার কিছু মানুষ চায়না দুয়াড়ি দিয়ে মাছ শিকার করে। এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর বিলে অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু ও আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) রাবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ১টি স্থায়ী ও ৪টি অস্থায়ী মাটির বাঁধ ধ্বংস করা হয়। এছাড়া বিল থেকে ৫৫টি চায়না দুয়াড়ি আটক করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, আলমডাঙ্গা থানার এসআই ওয়াহেদসহ সঙ্গীয় ফোর্স ও মৎস্য অফিসার স্টাফ বেলাল হোসেনসহ এলাকাবাসী। বিল থেকে দীর্ঘদিনের এ বাধ অপসারনে প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু জানান, এ বিল আজ থেকে উম্মুক্ত। কোন কেউ যদি এ বিলে বাধ দেয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।