স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়ায় আহাম্মদ আলীকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করে বিএনপি নেতা-কর্মীদের উপর হত্যা মামলা চাপিয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনছার আলী। এ সময় তিনি বলেন, আমি বিগত ২৫ বছর ধরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। গত ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক পৌনে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া মাঝেরপাড়া নতুন মসজিদের সামনে পূর্ব বিরোধের জেরে আহমদ শরীফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এই হত্যাকা-ের দায় এড়াতে এবং অত্র এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ করতে এ হত্যা মামলায় আমি আনসার আলী ও আলী হোসেনসহ আমাদের দলীয় নেতা-কর্মীদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা চাপিয়ে দেয়া হয়। আমাকেসহ আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং খাসকররা ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক স্বাধীনসহ ৩৫জনের নামে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামদিয়া গ্রামের আওয়ামী লীগের নেতা আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার (মিঠু), রবজেস হোসেন ও তালিকাভুক্ত সন্ত্রাসী আওলাদ হোসেন (টাকু) এবং কৃষকলীগের ২নং ওয়ার্ড সভাপতি হালিম, খাসকররা ইউনিয়নের প্রজন্মলীগের সভাপতি সরোয়ার আলী এবং সহ-সভাপতি লুৎফার ও আওয়ামী লীগের নেতা গোলাম রসূলসহ আরও কয়েকজন দুর্বৃত্ত এই হত্যাকা- ঘটিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করে আমাদেরকে ব্যক্তিগত ও দলীয়ভাবে হয়রানি করা হচ্ছে। তিনি এ ব্যাপারে সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি সুকচাদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ প্রমুখ।