আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের শিশুপ্রথম শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুন হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার প্রধান আসামি রানাকে গ্রেফতার করেছে র্যাব। রানা গ্রামের মনিরুল হকের ছেলে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে র্যাব তাকে গ্রেফতার করে।
জানা য়ায়, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের শিশুকন্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুনের লাশ ৯ ডিসেম্বর সন্ধ্যায় উদ্ধার করা হয়। তার পিতার দাবি মরিয়মের দুইকানে স্বর্ণের দুলছিলো। দুল দুটি হাতিয়ে নেয়ার জন্যই মরিয়মকে কেউ হত্যা করে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় পরদিন তিনি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। ওই মামলার প্রধান আসামি রানাকে র্যাব গ্রেফতার করেছে। মরিয়ম হত্যা মামালার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ ডিসেম্বর দুপুরে মরিয়ম পাড়ার অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে প্রতিবেশী রিয়া খাতুন পুতুল হাতে দিয়ে মরিয়মকে বাড়িতে ডেকে নেয়। অন্য শিশুদের বাড়িচলে যেতে বলা হয়। এরপরই মরিয়মকে কৌশলে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়।