স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ও গাংনী ইউনিয়ন বিএনপির পৃথক আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৃথক আয়োজন করা হয়। মাহফিলে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গাংনী ইউনিয়নের ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজু এবং ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাম্য ও মাববিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গীকারবদ্ধ। বিএনপি জনগণের সার্বিক কল্যাণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে ৩১ দফার বিষয়বস্তু নিয়ে জনগণের কাছে যেতে হবে, অবহিত করতে হবে। দেশের মানুষের সার্বিক কল্যাণের পন্থা এই ৩১ দফা।’ তিনি আরও বলেন, ‘দলের ক্রান্তিলগ্নে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ভূমিকা ছিলো অনবদ্য ও অনস্বীকার্য। দলকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার জন্য ভাংবাড়ীয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতা-কর্মী নিবেদিত প্রাণ।’ শরীফুজ্জামান বলেন, ‘আজকের এই দোয়া ও ইফতার মাহফিলও আমাদের ঐক্যের প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ, খুব শিগগিরই গণতন্ত্রের বিজয় হবে, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের জন্য কাজ করবেন। দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে।’ তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, পাশাপাশি গণতন্ত্র রক্ষার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন। একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।’
গাংনী ইউনিয়ন বিএনপির ইফতার দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ছালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ইমদাত, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল আলম কনক, যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের ও হাফিজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাহিত্য সম্পাদক মো. ইমরান হোসেন।
গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক আইনালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম।
এদিকে, গতকাল ভাংবাড়ীয়া ঈদগাহ ময়দান প্রাঙ্গণে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, এনামুল হক শিলু, এখলাছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তহিবুল হুদা, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক নাজমুল হক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, উপজেলা যুবদলের সদস্য আবুজার আলী, সেলিম রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা প্রমুখ।