আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে সড়কে বাঁশ বেঁধে গতিরোধ করে লুটপাটসহ পাখিভ্যান নিয়ে চম্পট

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর সড়কের জলকামড়ী মাঠে লুটপাটের ঘঠনা ঘটেছে। সড়কে বাঁশ বেঁধে পাখিভ্যানের গতিরোধ করে মাংস ব্যবসায়ীর নিকট থেকে ৫ কেজি গরুর মাংস ও মাংস বিক্রির ৯ হাজার টাকা ও পাখিভ্যান নিয়ে চম্পট দিয়ে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার ভোরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর এলাকার ভ্যানচালক আশাদুল ও কসাই আনারুল ইসলাম কাতব দুজনে আলমডাঙ্গার হারদী বাজারে ৭ কেজি ছাগলের মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো। এসময় ৪ জন ছিনতাইকারী সড়কে বাঁশ বেঁধে তাদের গতিরোধ করে। তাদের দুজনের হাত-পা বেঁধে কাছে থাকা নগদ ৯ হাজার টাকা, ৫ কেজি ছাগলের মাংস ও ব্যবহৃত পাখিভ্যান কেড়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী কাতব আলী জানান, মঙ্গলবার ভোরে হারদী বাজারে যাবার পথে তারা দুর্বৃত্তদের কবলে পড়েন। তাদের হাত পা বেঁধে মাংস, নগদ টাকা ও ব্যবহৃত পাখি ভ্যান কেড়ে নেয়। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এ ঘটনাকে মাংস ব্যবসায়ীদের অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটতে পারে বলেও মন্তব্য করেছেন। সঠিক তদন্ত হলে এ ঘটনার রহস্য উন্মোচন হতে পারে বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, এ ধরণের ঘটনার কোন সংবাদ তিনি পাননি। ভুক্তভোগীরা থানায় কোন লিখিত অভিযোগও দেননি।