আলমডাঙ্গার বাড়াদীতে ত্রাণের কার্ড ভাগাভাগি নিয়ে হাতাহাতি

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন পরিষদে ত্রাণের কার্ড ভাগাভাগি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আঠারোখাদায় ইউপি চেয়ারম্যানের রুমে একটি আলোচনা সভা শুরু হয়। এসময় আলোচনার মধ্যে বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম আবিদ আলিম শামীমের সাথে মান্নান মেম্বারের তর্কবিতর্ক হলে এর এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এসময় ইউপি চত্বরজুড়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। এ বিষয়ে মেম্বার মান্নান জানান, আমি এ বিষয়ে কোনো কিছু জানতাম না। পরিষদ চত্বরে দেখি অনেক মানুষ। চেয়ারম্যানের রুমে গিয়ে দেখি আলোচনা চলছে, আমি দু-একটা কথা বলতেই আমার ওপর উত্তেজিত হয়। ঘটানাটি দূর্লভপুর ক্যাম্প ইনচার্জ এসআই নাঈম জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে শামীম জানান, আমরা গরিবের মাল কাউকে মেরে খেতে দিবো না। এ সকল বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমার দিকে মারমুখী হয়ে উঠে।

Comments (0)
Add Comment