আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেহালা গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। গতকাল শুক্রবার তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেহালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহীদুদ্দোজা মিল্টন ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অনুলিপি কপি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।