আমদানী নিষিদ্ধ ১১ হাজার পিস পটকাসহ একজন গ্রেফতার

গাংনীর পিরতলা গ্রামে ফাঁড়ি পুলিশের পাচারবিরোধী অভিযান

গাংনী প্রতিনিধি: পুলিশের এক অভিযানে ১১ হাজার ২০০ পিস ভারতীয় পটকাবাজীসহ আহসান হাবীব কোমল (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলার পিরতলা গ্রামের নাটনাপাড়া ঘাট এলাকায় এ অভিযান চালায় পুলিশ। আমদানী নিষিদ্ধ ভারতীয় পটকাসহ গ্রেফতার করা হয় কোমলকে। গ্রেফতার কোমল কুষ্টিয়ার দৌলতপুরের আলমপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান।

জানা গেছে, ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন। এসময় মোটরসাইকেলযোগে নাটনাপাড়া ব্রিজ পার হয়ে পিরতলা গ্রামের সীমানায় পৌঁছান। তার মোটরসাইকেলে দুটি বস্তাভর্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ পটকা ছিলো। আমদানী নিষিদ্ধ পটকা বহনের দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বস্তা খুলে পটকা গণনা করা হয়। যার সংখ্যা দাঁড়ায় ১১ হাজার ২০০ পিস। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এদিকে কোমলের নামে গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গাংনী থানায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে কোমলকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment