স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, ক্ষমতাসীনরা মুখে এখনও গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করে রাতের আধারে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অন্যদিকে জুলুম নির্যাতনে দেশের মানুষ আজ চরম অসহায় সময় পার করছেন। আজকের এই দিনে সবাইকে গণতন্ত্র উদ্ধারের শপথ নিতে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার। জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুজ্জামান, শহিদ হোসেন লাড্ডু, আরিফুর জামান পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি রবিউল মল্লিক, বকুল হোসেন, প্রচার-সম্পাদক ইমরান হোসেন উজ্জল, সহ-সাধারণ সম্পাদক উসমান গণি পিনু, আছান শেখ, আব্দার হোসেন রাজু, সহ-কোষাধক্ষ্য অনিত হাসান মালিক, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান টিটু, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াছির আরাফাত ফিরোজ, ক্রীড়া সম্পাদক আহনাফ শারিয়ার সনি, পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, পশু পালন সম্পাদক সোহেল রানা টুটুল, সহ পশু-পালন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সদস্য নজরুল ইসলাম, সজিবুর রহমান সজিব, ইমদাদ হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজিব, যুগ্ম-আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, সদস্য নাজমুল হোসেন, মো. মওলা, হামিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের বাবুল আক্তার, লিটন মিয়া, মাহফুজ হোসেন, শরিফ হোসেন, মিলন মিয়া, শিপন, মোমিন, সাদ্দাম, সজিব, রনি, খোকন, স্বপন, আল-আমিন, আলা, সেলিম, খেরশেদ, ফজলু, পৌর যুগ্ম-আহ্বায়ক সোলাইমান হক, সদস্য সুমন রশিদ, লতিফ, বাশার, শুভ, মিঠুন, রিংকন, মামুন, জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম দুদুল, হাসানুজ্জামান হাসান, শাহিন আলম, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সদস্য শাহরিয়ার প্রান্ত, মামুন হোসেন, নাজমুল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সিদ্দিকুর রহমান, মুন্সি আবু তাহের, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাব্বির হোসেন প্রমুখ। এর আগে জেলা শহরের বিভিন্ন স্থানে জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দুস্থ, গরিব, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে, চুয়াডাঙ্গার কেদারগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শেখ শাহাবাজ সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কায়েস আহমেদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিদ হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক ইকরা, সহ-সমাজ সেবা সম্পাদক আব্দুল লতিফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, সদস্য খালিদ হাসান, সাঈদুর, আলতাফ হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহেল, ছাত্রদল নেতা কামাল, পারভেজ, শিহাব হসেন, হাবিব, সজীব, রিয়াদ, রাজু, ইমন, শিশির, রাব্বি,আরিফ প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিঅ্যান্ডবিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহা. আব্দুল গনি সাহেব।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় গতকাল সোমবার সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় চত্বরে পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য মোকাররম হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক খন্দকার আ. জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, সাবেক চেয়ারম্যান ঈদ্রীস আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আব্দুর রহমান মালিথা, আব্দুল ওয়াহেদ, সলেমান মল্লিক, সামসুল আলম, সাইদুর রহমান লিপু, আ. রহিম, ওহিদুজ্জামান, ইউসুফ আলী, শামসুল আলম, উসমান গণি, আবুল কালাম আজাদসহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তবারক বিতরণ করেন নেতৃবৃন্দ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় গতকাল সোমবার বিকেলে পুরাতন বাজারস্থ পৌর বিএনপির কার্যালয়ে দোয়া ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুল্লা বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক শাহ মুকুল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল জোয়ার্দ্দার, মালেক ম-ল, শহিদুল ইসলাম, হাজি আ. রাজ্জাক, হাজি আ. মোমিন, তোফাজ্জেল হোসেন, নাজিম উদ্দিন প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে গতকাল সোমবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা শাহাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি নোয়াব আলী। বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন দোয়া, মঈন উদ্দিন ময়েন, আবু তালেব, ওসমান গণি, শাহাজান, তাজুল ইসলাম ও আবুল বাশার। বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, শফিউদ্দিন, বিল্লাল হোসেন, মজনুর রহমান, হবি, আলী হোসেন, রফিকুল ইসলাম রফা, সেলিম রেজা, কাজি নাসির ইকবাল ঠা-ু, আব্দুর রশিদ, বদর উদ্দিন বাদল, আতিয়ার রহমান, আব্দুল খালেক, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম রফি, আব্দুস ছালাম, রফিউল আলিম, জাহিদুল ইসলাম ও আজিম খান। এছাড়াও আলতাব হোসেন, আব্দুল হামিদ, আব্দুল আলিম, মিনাজুর, আনোয়ার, সরোয়ার, মিঠু, রানা, নাজমুল, শরিফুল, শামীম, মন্টু, আব্দুস ছালাম, মামুন, সাদ্দাম, রাজা মালিতা, জাফিরুল, আরমান জাহাঙ্গীর, লাল, বাবু, শামীম, ইনামুল ও সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, এমএকে খায়রুল বাশার, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ, আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি রাইহানুল কবীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মহিলা দলের সভাপতি সায়্যেদাতুন নেছা নয়ন প্রমুখ। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মুশাররফ হোসেন তপু, যুগ্ম সম্পাদক সাইদুর সুজনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপি যৌথ উদ্যোগে দোয়া ও আলোচনাসভার আয়োজন করে। বিএনপি কার্যালয়ে গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, আব্দুল আওয়ালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।