আন্তর্জাতিক মানবাধিকার প্রদানকারী সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্ধোধন ও শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্ধোধন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে চুয়াডাঙ্গা জেলা কমিটির সকল পদধারী সদস্যদের শপথ পাঠ করানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহযোগিতা প্রদানকারী সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. লাল্টু মল্লিকের সভাপতিত্বে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিল্টন আলীর (লিমন) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অলোচনা করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহযোগিতা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এছাড়া আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহযোগিতা প্রদানকারী সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার আন্তর্জাতিক সচিব নাজমুল সালেহীন, মানবাধিকার সচিব অমিত হাসান রবিন, এস এম টুটুল আহমেদ, মো. মারুফ হাসান, মো. রাশেদুল আলম, মো. সোহেল রানা মেহফুজ হাসান সাফিত, ও শাহারিয়ার সানিসহ অনেকে।