স্টাফ রিপোর্টার: পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারপতির বাসভবনে হামলাসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সভা হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়াও দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা পৌর ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেদারগঞ্জে বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, জাভেদ, আজাদ, মিরাজুল ইসলাম কাবা, শেখ সেলিম, সুমন, টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর আলী, একরামুল হক, আলমগীর, মিন্টু, চান্দু, সোহেল মাস্টার, রমজান আলী, মুছাব আলী, আব্দুর রহিম, খাইরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক, তানভির আহমেদ কাদের, পৌর ছাত্রলীগ নেতা এমদাদুল হক আকাশ, ছাত্রলীগ নেতা মুন্না প্রমুখ। শান্তি সামাবেশ সফল করার জন্য সার্বিক সহযোগীতা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক স্বপন আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জব্বার বাবু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন এবং ইয়াছিন আলী, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবলুর রহমান মেম্বার, মনোয়ার হোসেন, ইসলাম প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বাজারে এ প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মুক্তার, সহ-সভাপতি সেলিম মল্লিক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্মআহ্বায়ক তারিক আজিজ নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা এই মিছিলে অংশ নেন।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সকাল ৮টা থেকে শহীদ হাচান চত্বর, কেদারগঞ্জ নতুন বাজার, হাটকালুগঞ্জ ভিমরুল্লা, সাতগাড়ি করিমনস্ট্যান্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও কোর্ট মোড়ে ছাত্রলীগের নেতাকর্মী সারাদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, ইমরান আহাম্মেদ বিপ্লব, আবু তাহের, আসাদুজ্জামান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহাম্মেদ, আলমগীর মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আকাশ, ইমরান শেখ উজ্জ্বল, শিমুল লস্কর, শাওন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান, শংকচন্দ্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সিকদার, নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন, ১নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া, সাধারণ সম্পাদক মামুন খন্দকার, ২নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক টোকন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পৌর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজল, পাপন হাসান সবুজ, টুটুল, তন্ময়, জয়, ফয়সাল, হিমেল, আল মামুন, রাইসুল, সাব্বির, স্বাধীন, রাতুল, জুয়েল, প্রেম প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী। চুয়াডাঙ্গা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী ঝর্ণা আক্তার, লাবনী খাতুন, সাবেক পৌর কাউন্সিল জাহান্নারা খাতুন, কাজল রেখা, ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের রেনু বালা, ২নং ওয়ার্ডের সভাপতি তারজিনা খাতুন, ৭নং ওয়াডের্র সাধারণ সম্পাদক মুক্তি খাতুন প্রমুখ।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্ব অবস্থান কর্মসূচি ও শো-ডাউন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থা কর্মসূচি পালন করেন। চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, কোর্ট মোড়, একাডেমি মোড়, রেল স্টেশন এলাকায় শো-ডাউন করে জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজলী আক্তার, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন, আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, পূর্ণিমা হালদার, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬নং ওয়ার্ড সভাপতি রুপালী, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ-সম্পাদক শিউলি খাতুন, মিমি খাতুনসহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো হামিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আবু তালেব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আবদুল কাদির। এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকুর রহমান, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন। এ সময় কুড়–লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাফি উদ্দিন টুটুল, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, স্বপন, ছাত্রলীগ নেতা বুলবুল প্রমুখ।