স্টাফ রিপোর্টার: আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ফুটবল টাউন মাঠে এ প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়েত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মো. রুহল আমিন এ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে মোটরসাইকেল শোভাযাত্রা করে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা হন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবলমাঠে কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন। কর্মী সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা করছে নেতাকর্মীরা।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে সমাবেশ করবেন। এ উপলক্ষে আলমডাঙ্গা থানা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে কুমারী, হারদী, হাটবোয়ালিয়া, আসমানখালী, ভালাইপুর মোড় হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র টাউন ফুটবল মাঠে জমায়েত হয়। এ সময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসোইন টিপু, দারুস সালাম। এছাড়াও বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, গাংনী আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাডভেকেট হাসিবুল ইসলাম। সংক্ষিপ্ত আলোচনা শেষে মোটরসাইকেল শোভাযাত্রাটি মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়, ঘোলদাড়ী বাজার খাসকররা কলেজমাঠে উপস্থিত হয়ে সবাই জুম্মা নামাজ আদায় করেন। জুম্মা শেষে আবারও মোটরসাইকেল শোভাযাত্রাটি নাগদাহ, বেলগাছি, ডাউকি, জামজামি হয়ে আলমডাঙ্গায় এসে শেষ হয়। আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী ও গাংনী-আসমানখালী সাংগঠনিক শাখার আমির আব্বাস উদ্দিনের নেতৃত্বে ২ হাজার হাজারের অধিক মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়।