স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৭০ হাজার টাকা খোয়ালেন বকুল হোসেন (৩০) নামের এক যুবক। গতকাল সোমবার দুপুরে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে অচেতন অবস্থায়
তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বকুল হোসেন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত আজহার আলী ম-লের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে ডুগডুগি পশুহাটে যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা দেয় বকুল। পরে জানতে পারি সে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে। বকুলের কাছে গরু
কেনার আনুমানিক ৭০ হাজার টাকা ছিলো। আমরা ওই টাকার কোনো হদিস পাইনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহামুদ রবিন বলেন, বকুল হোসেনকে চেতনানাশক কিছু দিয়ে অচেতন করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।