মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ১শ রোজাদারের মাঝে সেহরি বিতরণ করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা শাখার নেতৃবৃন্দ। ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গার হিজলগাড়ী প্রেসক্লাব, আলমডাঙ্গায় সাংবাদিকদের আয়োজনে এবং আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে। দামুড়হুদায় শুভ সংঘের আয়োজনে ২০০ পথচারীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়। মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগ: চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তারাদেবী ফাউন্ডেশন প্রাঙ্গনে (পান্না সিনেমা হল প্রাঙ্গন) ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজানের শেষ রোজা পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাসের নাযাতের দশ দিনব্যাপী তারা দেবী ফাউন্ডেশন রোজাদার প্রতিবেশীদের মধ্যে এ ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েচ কুরুনী টিটু পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হিরাসহ ইফতার বিতরণ কাজে অংশ নেয়া ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।
গড়াইটুপি প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে গড়াইটুপি অ¤্রবুচি মেটেরি মেলার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ওসি মাহাব্বুর রহমান কাজল, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, সাংবাদিক হুসাইন মালিক ও আলম আশরাফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আক্কাস আলী, তিতুদহ ক্যাম্পের ইনচার্জ মীর মেজবা, টু-আইসি হারুন অর রশিদ, আ.লীগের সিনিয়র নেতা এএসএম খালেকুজ্জামান মাস্টার, অ্যাড. নাসিম উদ্দিন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম রোকন, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান, গড়াইটুপি ইউপি সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য আব্দুল হক লিটু, সাইদ খোকন, ডা. হাফিজুর রহমান, আক্কাস আলী, ফারুক হোসেন চাঁন, আলম, জুয়েল, আসাদ, তিতুদহ ইউপি সদস্য কাছেদ আলী, কামাল হোসেন, মুকুল হোসেন, জিসান ব্রিক্সের স্বত্বাধিকারী আবু জাফর সেকেন্দার, নাজমুল হোসেন, যুবলীগ নেতা শিমুল, মৃত্যুঞ্জয়, লিটন আলী, রনু হোসেন, লাল্টুু, সাহাজান হোসেন, জিয়াউর রহমান জিয়া, ইজাজুল হক, দুলাল হোসেন প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক মাথাভাঙ্গার গড়াইটুপি প্রতিনিধি লাভলু রহমান।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া আরএম ব্রিকসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, আরএম ব্রিকসের মালিক ও চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর সিকদার মতিয়ার রহমান, কুতুবপুর ক্যাম্প ইনচার্জ এসআই প্রদীপ কুমার, সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মাজাহারুল ইসলাম, বংকিরা ক্যাম্প ইনচার্জ এএসআই ফিরোজ আহম্মেদ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক, জহুরুল আলম জবির, আব্দুল মোমিন, মকবুল হোসেন, তারিকুজ্জামান লাল্টু, শিক্ষক জাকির হোসেন, নজরুল ইসলাম সরকার, আব্দুল খালেক, নাসির উদ্দিন, এএনএফ আশিফ, আব্দুল বারি, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, রফি উদ্দিন, শাহাপুর মাদরাসার সুপার মোদাশি^র হুসাইন প্রমুখ। দোয়া পরিচালানা করেন বদরগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার ২৭ রমজান উপলক্ষে আলমডাঙ্গা বিশিষ্ট সাংবাদিকদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজি রবিউল হক। আয়োজন কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক খন্দকার সালাউদ্দিন মুক্তার, মামুন কাইরুল, নাহিদ হাসান, সঞ্জু আহমেদ, জাফর জুয়েল, ফয়সাল ফাহিম, সদু, আমিরুল ইসলাম জয়, মুজিব, কবি মামুন খান্দকার, তুহিন, শাহিন প্রমুখ।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এনায়েতপুর আজিজিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাড়াদী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আলিম শামীম, সাংগঠনিক সম্পাদক আশাবুল হক সম্রাট। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিশারত আলী, শেখ আমিনউদ্দীন মেম্বার, নাসির মাস্টার, বিপুল মাস্টার, মনিরুজ্জামান বল্টু, শরিফুল মেম্বার (নতিডাঙ্গা), রেজাউল হক মেম্বার, লোকমান, আশরাফুল, জয়নাল আবেদীন, শরিফ রাসেল, লিমন, আলিফনূর, দেলোয়ার হোসেন। ছাত্রলীগের সোহানুর রহমান সোহান, সাগর, শুভ, ইমন, টোকন, আকাশ, সজিব, হাসমত, সুমন, জুয়েল, মিঠু, মনি, ইকরামুল, তরিকুল, সামাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কামাল হোসেন, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, আলিমদ্দিন, হিটু আলী, আব্বাস আলী, হিফাজ উদ্দিন, ছানোয়ার হোসেন, আশাবুল হক আশা, মসলেম ম-ল, খিজিরুল ইসলাম, শরিয়ত আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল কুদ্দুস ম-ল, ইখতিয়ার উদ্দিন। দোয়া ও ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্থতায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হোসাইন আহম্মেদ মাফুজ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় কালের কণ্ঠ শুভ সংঘের পক্ষ থেকে ২০০ জন দুস্থ পথচারী, ভ্যানচালক ও ইজিবাইক চালকদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা গালর্স স্কুল অ্যান্ড কলেজের সামনে কালের কণ্ঠ শুভ সংঘ দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে এ ইফতার ও খাবার বিতরণ করা হয়। ইফতার ও খাবার পেয়ে খুশি দুস্থ পথচারী ভ্যানচালক ও ইজিবাইক চালকরা। পথচারী আব্দুল হামিদ (৬৫) বলেন, শীতের সময় ইনাদের দেয়া কম্বল পেয়েছি, করোনার সময় মাস্ক, স্যানিটাইজার দিয়েছে; এবার ইফতার ও খাবার দিলো দোয়া করি আল্লাহ যেন ইনাদের আরও বেশি বেশি দেয়ার সামর্থ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি হাজি আব্দুল কাদির, আসমত আলী বিশ্বাস, সাধারণ সম্পদক মাকসুদুর রহমান রতন, যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম ও আবুল কালাম মাস্টার। উপদেষ্টা মো. হাবিবুর রহমান, ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন ও ফজলুর রহমান, অর্থ সম্পাদক নওশাদ আলী, সাংগাঠনিক সম্পাদক আবু বকর মাস্টার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক এসএম ইমরান লিটন, নারী বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, সদস্য শাখাওয়াত হোসেন, আক্তারুজ্জামান বাবু, জান মোহাম্মদ, জামিরুল ইসলাম, ইউসুফ আলীসহ সকল সদস্যগণ। এর আগে শুভ সংঘের বন্ধুরা আগামীতে কী কী ভালো কাজ করণীয় বিষয় আলেচনা করা হয়।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পিরপুরকুল্লা শেখপাড়া মসজিদে পিরপুরকুল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুল ব্যবসায়ী ফকির শেখের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় গ্রামের সকল শ্রেণির মুসুল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ নওশাদ আলী।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের উদ্যোগে প্রতিদিন দু’শতাধিক রোজাদারকে ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে। দুই যুগেরও বেশি সময় ধরে হোটেল বাজার জামে মসজিদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার হোটেল বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. গোলাম রসুলের উপস্থিতিতে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সেখানে বিশেষ মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হোটেল বাজার জামে মসজিদের ইমাম রোকনুজ্জামান দোয়া পরিচালনা করেন।