স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। মোহাম্মদ আমিনুল ইসলাম খানের চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক হিসেবে এবং পুলিশ সুপার জাহিদুল ইসলামের বিপিএম সেবা প্রাপ্তিতে তিনি এ অভিননন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় জেলার দুইজন শীর্ষ কর্মকর্তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপও করেন তিনি। শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন।