স্টাফ রিপোর্টার: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড করোনা চিকিৎসা সহায়তার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে। গতকাল সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানের নিকট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাজশাহী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. সলিম উল্লাহ এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার ও এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহিদুল হাসান, প্রিন্সিপাল অফিসার মো. গাফফারুল ইসলাম ও রাজশাহী জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার এসএম মাজেদুল হক উপস্থিত ছিলেন।