সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় সরোজগঞ্জ বাজারের মসজিদ মার্কটের সামনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘মানবতার সেবা রক্ত দিতে এগিয়ে আসুন’ সেøাগানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন সরোজগঞ্জ ইসলামী সমাজ কল্যাণের সভাপতি মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন হিম আজিজুর রহমান, মাসুদ হোসেন, ইমন হোসেন, আব্দুল আজিজ, মনিরুল ইসলাম, সজিব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিআর (প্রা.) হাসপাতালের পরিচালক হুমাউন কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকিব ইসলাম।