দামুড়হুদা অফিস: দামুড়হুদায় গ্রাহকদের সমস্যা সমাধান ও সেবা সহজীকরণের লক্ষ্যে মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির গণশুনানি ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই গণশুনানি ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জোনাল অফিসের আয়োজনে মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম আয়েশা সিদ্দিকা সরকারের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য নুরুল ইসলাম ও আশরাফুল আলম সুমর। এর আগে একই স্থানে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ সমিতির ডিজিএম আয়েশা সিদ্দিকা সরকার। সভায় প্রধান অতিথি ছিলেন, সদর ইউপির চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী। এছাড়াও সভা দুটিতে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জোনাল অফিসের পিইউসি শাহজাহান আলী, ওয়ারিং পরিদর্শক কামরুজ্জামান ও দামুড়হুদা অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ গ্রাহকগণ।