আইএফএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ;
ভাষানটেক থানার “মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। IFSD Foundation আইএফএসডি ফাউন্ডেশন এ ফ্রি চিকিৎসাসেবা আয়োজন করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের অর্ধশতাধিক এতিম শিশুরোগি দেখেন ডা. আতিকা ইসলাম। রোগি দেখার পাশাপাশি শিশু, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকদের ফার্স্ট এইড বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন চিকিৎসক।

স্বাস্থ্য সেবার এ কর্মসূচিতে অংশনেন আইএফএসডি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মেহেদী হাসান রনি। অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব ও মাছরাঙা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ জনাব সজীব সাদিক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন আইএফএসডি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ইজাজুল হক। শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন আইএফএসডির ভাইস চেয়ারম্যান ফাহাদুজ্জামান ফাহাদ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদিক আনমন খান এবং রাকিব হোসেন শুভ। মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এমন উদ্যোগের স্বাগত জানায় মাদ্রাসার উপদেষ্টা জনাব শরীফ, মাদ্রাসার শিক্ষক জনাব সালাম। তারা জানায়, টিনসেট ঘরটিতে মসজিদের পাশাপাশি মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করায় খুবই সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের তিন ঘণ্টা শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। পাশাপাশি ছোট কোমলমতি এতিম শিশুদের আসবাব গোছিয়ে রাখতেও সমস্যা হচ্ছে। এজন্য, তারা মাদ্রাসাটি পাকা করার বিষয়ে সবার সহযোগিতা চান। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন আইএফএসডির সদস্যরা। প্রবাসী ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে মাদ্রাসার উন্নয়নে কাজ করা সম্ভব বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

Comments (0)
Add Comment