জরুরী প্রয়োজনে কল দিলেই বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন
স্টাফ রিপোর্টার: করোনাকালীন সময় চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুনবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত ‘পাশে আছি আমরা’ নামক নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম পরিচালনা করবে। সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নতুন সংগঠনের কার্যক্রমে নেতৃত্ব দেবেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে জিপু চৌধুরী বলেন, সারাদেশের ন্যায় আমাদের জেলায়ও করোনা ভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু দিনদিন বাড়ছে। এ সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে অক্সিজেনের সঙ্কট। চুয়াডাঙ্গাতে কেউ অক্সিজেন সংকটে মারা যাবে সেটা হতে দেয়া যাবে না। স্বাস্থ্যবিভাগের পাশাপাশি আমরাও মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছি। এ কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সার্বিক সহযোগিতা করছেন চুয়াডাঙ্গার সন্তান তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। প্রথম পর্যায়ে চুয়াডাঙ্গা পৌর এলাকায় এ সেবা প্রদান করা হবে। সার্বক্ষণিক একটি হটলাইন নাম্বার (০১৭২১-২৫৬০০৪) থাকছে। জরুরি প্রয়োজনে এই নাম্বারে কল দিয়ে পৌরসভার মধ্যে যে কেউ বিনামূল্যে এই অক্সিজেন সেবা পাবেন। রোদ, ঝড়-বৃষ্টি যায় হোক না কেন আমরা যেভাবেই হোক দ্রুত পৌঁছে যাবো অক্সিজেন নিয়ে। তিনি আরও বলেন, দিলীপ কুমার আগারওয়ালার মতো সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে সহজেই আমরা এই মহামারি মোকাবেলা করতে সক্ষম হবো। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম উদ্দীন পিন্টু, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক দিশান, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম নিপ্পন, ইসতিয়াক সিথুন, আকিব জাভেদ, আরিফিন সজিব প্রমুখ।