মেহেরপুরে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দরকার দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন মানুষ
মেহেরপুর অফিস: বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে দেশে দক্ষ জনবল তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকার প্রয়োজনীয়তাও রয়েছে। মুজিববর্ষে তরুণদের দক্ষতা ও যোগ্যতাকে বাড়িয়ে নেতৃত্বের গুনাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে পারলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষ পালন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যারাথনের উদ্বোধনীকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনসুর আলম খাঁন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ। ম্যারাথনটি শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থকে শরু হয়ে আমঝুপি গ্রামে গিয়ে শেষ হয়। ম্যারথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ইমরান হোসেন, জাকির হোসেন ও ওবাইদুর রহমান।
এদিকে দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর বিএমএ’র সভাপতি ডা. এমএ বাশার, সাধারণ সম্পাদক ডা. আর্বু তাহের সিদ্দিকী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান প্রমুখ। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক (অব.) হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও বেলুন উড়িয়ে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু প্রথম বিভাগ জেলা ফুটবল লীগের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শহী, বঙ্গবন্ধু ১ম বিভাগ জেলা ফুটবল লীগ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী শহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, তুষার কান্তি পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, শাহজামান, আনারুল ইসলাম, জেলা আনসার কমান্ডার রফিকুল ইসলামসহ বিপুল পরিমাণ দর্শক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সেখানে উপস্থিত হলে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু প্রথম বিভাগ জেলা ফুটবল লীগের উদ্বোধন করেন। এবারে প্রথম বিভাগ ফুটবল লীগে মেহেরপুরের ১৪টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী জয়লাভ করেছে। খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী ২-০ গোলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের সেলিম একটি গোল করেন এবং অপরটি আত্মঘাতী মাধ্যমে গোল হয়।

 

Comments (0)
Add Comment