আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেল চুরির সময় স্থানীয়রা ১ চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী তার ২ সহযোগীকে ১৯ ডিসেম্বর ভোরে পুলিশ আটক করেছে।
জানা যায়, আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকার আব্দুল মজিদের ছেলে আশরাফুল আলম ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গার আনন্দধাম জামে মসজিদের সামনে নিজের মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান। সে সময় মোটরসাইকেলের তালাভাঙার সময় স্থানীয়রা ছুটে গিয়ে হাতেনাতে একজনকে ধরে ফেলেন। ধৃত ব্যক্তির নাম বকুল আলী। তিনি আলমডাঙ্গা উপজেলার বামানগরের নাসের আলীর ছেলে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ বকুলকে আটক করে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে আটক বকুল আলীর স্বীকারোক্তি মোতাবেক চোর সিন্ডিকেটের আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এরা হলো আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার তারাকসাইয়ের ছেলে লিখন ও কালিদাসপুর সাদাব্রিজপাড়ার মানোয়ার হোসেনের ছেলে ইউসুফ আলী। স্বীকারোক্তি মোতাবেক পুলিশ আরও ২জনকে ধরার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।