স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের-১৯৭৮ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা নবনির্মিত মসজিদ নির্মাণে অনুদান হিসেবে মসজিদের সম্পূর্ণ ওয়াল টাইলস হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভিজে স্কুলের মসজিদে এ টাইলস প্রদান কাজের উদ্বোধন করেন সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এসময় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের মোহাম্মদ আলাউদ্দিন হেলা , শহিদুল ইসলাম শাহান, জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, ইকবাল আকতার রাজু, শহিদুল হক, তোসাদ্দেক হোসেন চপল ও মসজিদ কমিটির প্রতিনিধি আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার।