ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল অতিথি ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু মহল নামের একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচলাক আনোয়ারুল কবির, ঝিনাইদহ র্যাব-৬ এর ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমান, কোটচাঁদপুর সার্কেলের এএসপি, কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতান, বন্ধু মহলের রাজু আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন। অনুষ্ঠানে বিদায়ী র্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলমের হাতে ফুল ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।