চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের মানবতার ফেরিওয়ালা বশির আহমেদ তিব্বত খাদ্য সহায়তা প্রদান করেছে। রোবার বিকালে দৌলতদিয়াড়ের জান্নাতুল নাঈম ব্রিজ মসজিদে তিনি নিজ তহবিল হতে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় আলোকদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোটর শ্রমিক ও মাদকের সাথে সম্পৃক্ততা ছিলো এমন ৬০ জনের মাঝে খাদ্য সহায়তা দেন। একই সাথে যাদের মদাকের সাথে সম্পৃক্ততা আছে এমন ব্যাক্তিরা সম্পৃক্ততা রাখবে না বলে ওয়াদা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু তারেক, সদর থানার ওসি আবু জিহাদ ফখরল আলম খান, সার্জেন্ট মৃত্যুঞ্জয় ও বশির আহমেদ তিব্বতের বাবাসহ অনেকেে।