৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন মহিউদ্দিন

 

দর্শনা অফিস: মাদক, চোরাচালান রোধ, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকায় স্বীকৃতি স্বরুপ এবারও জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন দর্শনা থানার এএসআই মহিউদ্দিন। এ নিয়ে সর্বমোট ৬ বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তিনি। গত রোববার বেলা ১১ টার দিকে পুলিশ লাইনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার জাহিদুল ইসলাম দর্শনা থানার এএসআই মহিউদ্দিনের হাতে শ্রেষ্ঠ অফিসারের সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। এ নিয়ে ৬ বার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হওয়ায় মহিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের প্রতি।

Comments (0)
Add Comment