স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যাদবপুরের মতিয়ার রহমানকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা তিনটার দিকে নিজ বাড়ি থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ আটক করে কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় তাকে। আদালত ৬ মাসের জেল দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বেলা তিনটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার সরোজগঞ্জ যাদবপুরে অভিযান চালান। এসময় একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মতিয়ার রহমানকে (৬৫) নিজ বাড়ি থেকে আটক করা হয়। একইসাথে উদ্ধার করা হয় ৪শ’ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মতিয়ারকে ৬ মাসের কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। পরে গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।