১২ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার

গাংনী প্রতিনিধি: ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মেহেরপুরের বামন্দী পুলিশ ক্যাম্প সড়কে এ সফল অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন গাংনী উপজেলার কাথুলী গ্রামের ফারুক হোসেন (২৮), খাসমহল গ্রামের করিম খান (৪০) ও বানারুল ইসলাম (২৫)।
গাংনী থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, খাসমহল গ্রামের ভারতীয় সীমান্ত থেকে গাঁজা নিয়ে গন্তব্যে যাচ্ছিলো তিন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই শরিফ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের পিছু নেয়। স্যালোইঞ্জিন চালিত যান আলগামনে বামন্দী ক্যাম্প সড়ক অতিক্রম করার সময় পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও তাদের ব্যবহৃত আলগামন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার ফারুকের নামে মাদকের ৬টি মামলা এবং করিম ও বানারুলের নামে একটি করে মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী বলে জানায় পুলিশ।

 

Comments (0)
Add Comment