হুদাপাড়ায় ট্রলিগাড়ি রেসিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার হুদাপাড়ায় ট্রলিগাড়ি রেসিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হুদাপাড়া মাঠে গ্রামবাসীর আয়োজনে যুবলীগ নেতা নাজমুল হোসেন গেগারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকার ৪৮ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মদনা দল চ্যাম্পিয়ন হয় ও চন্দ্রবাস দল রানার্স আপ হয় এবং পিরপুরকুল্লা দল তৃতীয় স্থান অর্জন করে। খেলাটি পরিচালনা করেন শিক্ষক আব্দুস সালাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, হুদাপাড়া বিজিবির ক্যাম্প কমান্ডার মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাইদ, জালাল উদ্দিন, রহমতুল্লাহ মাস্টার, বাবু, রহিত, শিতল, মুসা করিম, মসলেম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা সেলিম প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন স¤্রাট।

 

Comments (0)
Add Comment