হারুনুর রশিদ মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ইমাম সম্মেলন শেষে সদর উপজেলার মনোহরপুর জামে মসজিদের ইমাম হারুনুর রশিদকে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়েছে। হারুনুর রশিদ মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে।

গতকাল সোমবার মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন শেষে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ ইমাম হিসাবে হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়। ইমাম সম্মেলনে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মোট ৬০ জন ইমাম অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথমে লিখিত ও পরে মৌখিক পরীক্ষা শেষে হারুনুর রশিদকে জেলার শ্রেষ্ঠ ইমাম ঘোষণা করা হয়।

Comments (0)
Add Comment