আমরা কখনও নিজেদের স্বার্থ হাসিলের রাজনীতি করিনি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে হারদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। তারা সবসময় দেশ ও দলের জন্য কাজ করি। আমরা কখনও নিজেদের স্বার্থ হাসিলের রাজনীতি করিনি আর করবোও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে যে কাজ শুরু করেছিলেন তার অবর্তমানে সেই কাজ সুন্দরভাবে করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই উন্নয়ন ধরে রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসাথে আওয়ামীকে শক্তিশালী করতে সকলকে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর পরিচানলায় মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝান্টু, সহসভাপতি আরপ আলী, আব্দুস সালাম, শাহাদৎ মেম্বার, হাকিম, সাংগঠনিক সম্পাদক আসাবুল হক, যুগ্মসাধারণ সম্পাদক ও হারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহসভাপতি হীরক মেম্বার, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি কাবের হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক, আওয়ামী লীগ নেতা রহমান সরকার, ছানোয়ার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি করিম, সাধারণ সম্পাদক সুজন, ২নং ওয়ার্ড সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক হবা আলী, ৩নং ওয়ার্ড সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক ইখলাছ, ৪নং ওয়ার্ড সভাপতি চাঁদ আলী, সাধারণ সম্পাদক টিপু, ৫নং ওয়ার্ড সভাপতি বিদ্যুত, সাধারণ সম্পাদক আশাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মানিক, সাধারণ সম্পাদক হাফিজুল, ৭নং ওয়ার্ড সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক খালেক, ৮নং ওয়ার্ড সভাপতি শেরেকুল, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ভোলা, যুবলীগ নেতা মন্টু বিশ্বাস বিপ্লব, শরিফ ম-ল, ১নং ওয়ার্ড যুবলীগ জাফর ইকবালসহ হারদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।