হরিণাকুণ্ডুতেতে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে জখম

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাদিখালী রামচন্দ্রপূর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলো সন্ত্রাসীরা। আহত কৃষক ওই গ্রামের মৃত সোনা মোল্লার ছেলে আশিরদ্দীন মোল্লা। আহত কৃষক ও তার ছেলে সুজন জানান, শনিবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী মাঠ থেকে ছাগলের জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ওঁৎ পেতে থাকা মুনিব আলী, চান্দু আলী ও রাশিদুল ধারলো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। ওই সময় আহত আশিরদ্দীনের চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে পালিয়ে যায়। আহত কৃষক বর্তমানে হরিণাকু-ু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত এক বছর পূর্বে ওই গ্রামে ইব্রাহীম ম-লের সাথে আশিরদ্দীন মোল্লার জমি নিয়ে গোলযোগ হয়। ওই জমিতে থাকা পাট কেটে দেয়া হয়। এ ঘটনায় ওই সময় স্থানীয় থানায় অভিযোগ করেছিলো ক্ষতিগ্রস্তরা।

Comments (0)
Add Comment