হরতালের সমর্থনে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কালীগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্র ঘোষিত ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শহরের হাট চাদনির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে এসে হয়। বিক্ষোভ মিছিলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান, এক তরফা ডামি নির্বাচন করে সরকার তার পতন ঠেকাতে পারবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। এ সময় হামিদ, ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে সামিল হতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।