হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আলমডাঙ্গার বন্ধু সংগঠন এসএসসি ব্যাচ ৮৯- ফেইথ

আলমডাঙ্গা ব্যুরো: ৫২৩ জন দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আলমডাঙ্গার ৮৯ ব্যাচের এসএসসির বন্ধু সংগঠন ফেইথ। গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা দরিদ্রদের হাতে তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর। এসময় বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ বলেন, করোনা সঙ্কটে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও সামাজিক দায়িত্ব পালনের ইচ্ছে রয়েছে। তারা সমাজের দরিদ্র জনগোষ্ঠীর দিকে সামর্থবানদের সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানান।

Comments (0)
Add Comment