দর্শনা অফিস: কেরুজ চিনিকল প্রতিষ্ঠার ৮৪ বছরের রেকর্ড ভেঙে এবার সবচেয়ে কম আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে কেরুজ চিনিকলের। গত মরসুমের ৭২ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২১-২২ আখ মাড়াই মরসুমের শুভ উদ্বোধন করতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের ৩ মন্ত্রী, সচিব ও করপোরেশনের চেয়ারম্যান। এ লক্ষে বেশ কয়েকদিন ধরেই কেরুজ এলাকায় শুরু হয়েছে ঘষা-মাজা, চুন-কাম, রাস্তার খন্দ-খানা মেরামত, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সাজগোজ। মহা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন মিলের ব্যবস্থাপনা পর্ষদের সকলেই। কোনো আয়োজনরই কমতি রাখা হচ্ছে না। যেমন নতুন সাজে সাজানো হচ্ছে কেরুজ আঙিনা, তেমনিভাবে বর্ণাঢ্য অভ্যার্থনায় নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কেরুজ চিনিকলের কেন কেরিয়ার চত্বরে শুধুমাত্র দোয়া মাহফিলের পরপরই ডোঙ্গা আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করবেন আতিথিরা। আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে যশোর বিমানবন্দর থেকে গাড়ীবহর যোগে কেরুজ চিনিকলে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। এছাড়াও থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। কোনোপ্রকার সভা-সমাবেশ ছাড়াই শুধুমাত্র দোয়া মাহফিলের মধ্যদিয়ে মিলের ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই মরসুমের উদ্বোধন করা হবে। বিকাল ৩টার দিকে কেরুজ ট্রেনিং সেন্টার থেকে দেশের ১৫টি চিনিকলের কর্মকর্তা ও আখচাষিদের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন মন্ত্রী সচিব ও চেয়ারম্যান মহোদয়। পরপরই কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরদিন দুপুরে ঢাকার উদ্দেশ্যে কেরুজ ত্যাগ করবেন অতিথিরা। একটি সূত্র থেকে জানা গেছে, সরকারের বাঘা তিন মন্ত্রী কেরুজ পরিদর্শনে রয়েছে দর্শনা তথা এ অঞ্চলের মানুষের জন্য সুখবর বয়ে আনতে পারে। পরিস্কারভাবে জানা না গেলেও কেউ কেউ বলছে, ডিস্টিলারি নতুন কিছু উৎপাদন কারখানা নির্মাণের ঘোষণা আসতে পারে মন্ত্রীদের মুখ থেকে।