ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরি সভায় সরকারের প্রতি এ আহ্বান জানান তারা। সভায় সংগঠনটির সভাপতি ওয়ালিউর রহমান, কার্যকরী সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান খোকন, সহ-সভাপতি অলিয়ার রহমান, আমির ফয়সাল মহব্বত, দফতর সম্পাদক চুন্নু বিশ্বাস, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা ডাবলু, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি ওয়ালিউর রহমান বলেন, চলমান সর্বাত্মক লকডাউনের ৩য় ধাপে এখন সবকিছুই চালু রয়েছে। দোকান পাট খোলা হচ্ছে। ভ্যান, ইজিবাইক, রিক্সা সবই চলছে। রাস্তায় মানুষ বের হচ্ছে। শুধুমাত্র বাসই বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে কষ্টের মাঝে দিন কাটাচ্ছে। দিন এনে দিন খাওয়া পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। এ অবস্থায় সরকারের দেয়া নির্দেশনা মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর দাবি জানাচ্ছি। একই সাথে পরিবহণ শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাল কেনার সুবিধা দিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানান।