দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে বৃক্ষের চারা রোপন করেন। দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাকসুদুর রহমান রতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এই কোমলমতি শিশুরাই একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে তারা। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা আপনাদের সন্তানের খোঁজখবর নিবেন। তারা কখন স্কুলে যায়, কখন বাড়ি ফেরে। স্কুলে যাওয়া, আসার পথে কেউ তাদেরকে বিরক্ত করে কিনা। আপনার সন্তান ঠিকমত শ্রেণি কক্ষের পড়াশোনা করছে কিনা। এছাড়াও স্কুলের শিক্ষকদের কাছে আপনার সন্তানের বিষয়ে খোঁজখবর নিন, সে কোন বিষয়ে দূর্বল। কেনো দূর্বল সেই কারণ অনুসন্ধান করে তাকে সেই বিষয়ে পারদর্শী করে তুলুন। আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্বশীল হওয়ার ফলে দেখবেন একদিন আমি গর্ববোধ করবেন। একদিন দেশের গুরুত্বপূর্ণ স্থানে জায়গা করে নিয়ে আপনাকে সম্মানিত করবে আপনার সন্তান। এছাড়াও বর্তমান সরকারের শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্থ করেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান। দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুব উদ্দীনের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক দ্বীন মোহাম্মদ, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক অভিভাবক সদস্য ফারুক হোসেন, দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দীন, তৌহিদুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুবহান মন্ডল, অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন, আবু সাঈদ, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন, ইকরামুল হক, আব্দুল খালেক, জুয়েল রানা, অভিভাবক হাসিবুল ইসলাম, আতিকুর রহমান, জহিরুল ইসলাম রিপন, শওকত আলী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা নাট্য মঞ্চায়স্থ করেন। এ সময় যাদু শিল্পী মোহাম্মদ আলী যাদু প্রদর্শণ করে সকলকে বিনোদন দেন।