সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা প্যানেলের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সারা বাংলা এসএসসি ১৯৮৮ ব্যাচের চুয়াডাঙ্গা প্যানেলের সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাফিদ পোল্ট্রি ফিড এ্যান্ড হ্যাচারির ছাদ বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের কো-অর্ঢিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা জয়েন্ট কো-অর্ডিনেটর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শামস গোলাম হোসেন আবীর, ডা. ওয়ালিউল ইসলাম নয়ন, প্রকৌশলী শামীমুর রহমান রোমেল, অধ্যাপক মরিয়ম লাবন্য মারু, সাংবাদিক এম আর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, শিক্ষক নাসির উদ্দিন এটম, হাবিবুল করিম চঞ্চল, জাহাঙ্গীর হোসেন লিটন, সাংবাদিক রিফাত রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, শারমীন দিলরুবা লুনা, হামিদুল ইসলাম, এমদাদ হোসেন, শিক্ষক মোমিন উদ্দিন, শহিদুল ইসলাম সহিদ, ইকবাল উদ্দিন একরাম, সফিউল করিম মজিদ ও সব্যসাচী সাহা রাজু প্রমুখ। আতিকুল হক সন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণসভায় সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা প্যানেলের আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং ঈদুল ফিতরের পর জীবননগর উপজেলা সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সার্বিক সহযোগিতা করেন প্যানেলে অন্যতম সদস্য রাফিদ পোল্টি এ্যান্ড হ্যাচারির ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিন।

 

Comments (0)
Add Comment